মঙ্গলবার (৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ২০২৫ সালের শুরুতেই শাহরুখ ও তার ছেলে আরিয়ান খানের সঙ্গে মক্কায় দেখা গেছে গৌরীকে। অন্তর্জালে ঘুরতে থাকা এ ছবিটি সত্য নয়।
ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে সে ছবি। বলিউড তারকারা ডিপফেকের শিকার, এবারই প্রথম নয়। আগেও আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, আমির খান, রাশমিকা মান্দানার মতো একাধিক তারকা এ হয়রানির শিকার হয়েছেন।
ডিপফেকের বিষয়টি ভারতে এত পরিমাণ ছড়িয়ে পড়েছে যে এ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে কফি উইথ করণ-শো তে এসে একবার নিজের ধর্ম প্রসঙ্গে মুখ খোলেন গৌরী। উপস্থাপক ও প্রযোজক করণের প্রশ্নে তিনি বলেন, শাহরুখ কখনই আমাকে শর্ত দেননি যে তাকে বিয়ে করতে হলে ধর্মান্তরিত হতে হবে। আমি শাহরুখের ধর্মকে শ্রদ্ধা করি, তবে তার মানে এই নয় মুসলিম হব।
গৌরী আরও বলেন,
আমি আমার নিজের ধর্মীয় বিশ্বাস পালন করি। আমাদের বাড়িতে যেমন ধুমধাম করে দিওয়ালি উদযাপিত হয়, তেমনই ঈদও উদযাপন করা হয়। দিওয়ালির সমস্ত দায়িত্ব থাকে আমার কাঁধে, আর ঈদের দায়িত্ব থাকে শাহরুখের ওপর।
আরও পড়ুন: শাহরুখ খানের আসল নামের রহস্য জানলে চমকে যাবেন
অতীতে দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখও ধর্ম নিয়ে মন্তব্য করেছিলেন। ওই সাক্ষাৎকারে শাহরুখ বলেন,
আমি আমার সন্তানদের সবসময় বলি যে তারা আগে ভারতীয়। আর মানবিকতা ও মনুষ্যত্বই আসল ধর্ম।
আরও পড়ুন: কবে থেকে ‘সিগনেচার পোজ’ দিতে শুরু করেন শাহরুখ খান?
১৯৯১ সালে ভালোবেসে বিয়ে করেন শাহরুখ ও গৌরী। তখন শাহরুখ প্রতিষ্ঠিত ছিলেন না বলিউডে। পরিবারের অমতে বিয়ে হওয়ায় একেবারে শূন্য থেকে জীবন শুরু করেন তারা। আজ সমাজে তারা দুজনেই প্রতিষ্ঠিত। সুখের সংসারে তাদের রয়েছে তিন সন্তান।
]]>