শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়: মামুনুল হক

১ সপ্তাহে আগে
শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরে শাপলা ট্রাজেডিতে শহীদ পরিবারের সম্মানে হেফাজতে ইসলামের ইফতারে যোগ দিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।  

 

মামুনুল হক বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শাপলা চত্বরে নিরীহ মানুষের ওপর হামলা করেই ক্ষান্ত হয়নি,  শহীদ পরিবারের সদস্যদের এক যুগ ধরে নানা হয়রানি করেছে। শাপলা ট্রাজেডির বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না।’  

 

এ সময় সেদিনের বেদনার্ত ইতিহাস তুলে ধরে এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজনরা। গণমাধ্যমে প্রচারিত খবরের কল্যাণে কীভাবে প্রিয়জনের লাশ খুঁজে পেয়েছিলেন সে বর্ণনাও দিলেন কেউ কেউ।

 

আরও পড়ুন: নাস্তিক-মুরতাদরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে: মামুনুল হক

 

এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন শাপলা ট্রাজেডির ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

 

উল্লেখ্য: হেফাজতে ইসলামের দেয়া তথ্য মতে ২০১৩ সালে শাপলা চত্বরে প্রাণ হারান ৯০ এর অধিক সাধারণ মানুষ। আহত হন কয়েক হাজার।

]]>
সম্পূর্ণ পড়ুন