শাকিবের আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে মুখ খুললেন নির্মাতা

৬ দিন আগে
দেশপ্রেম ও অ্যাকশন নির্ভর গল্প নিয়ে নির্মাণ হবে ‘সোলজার’ সিনেমা। মেগাস্টার শাকিব খানের আসন্ন এই সিনেমা নিয়ে উৎসুক সবাই। এ সিনেমায় শাকিবের লুক কী হবে সে বিষয়ে ভক্তদের আগাম ইঙ্গিত দিয়েছেন অভিনেতা।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। এর আগে গত ৩ অক্টোবর সিনেমাটির ফাইনাল লুক সেট ও ফার্স্ট লুক পোস্টারের ফটোশুট সম্পন্ন হয়।


এদিকে শনিবার (৪ অক্টোবর) শাকিব খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘পূর্বের সিনেমাগুলোকে ছাড়িয়ে যাবে ‘সোলজার’?’ শিরোনামে একটি ভিডিও প্রকাশিত হয়। প্রায় আড়াই মিনিটের এই ভিডিওতে ‘সোলজার’-এর নির্মাতা সাকিব ফাহাদ সিনেমাটি নিয়ে তার ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

 

আরও পড়ুন: পরিবারের সবাইকে ভালোবাসি: জয়


সাকিব ফাহাদ বলেন, “আমরা ‘সোলজার’-এর কাজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনয় করছেন। আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি।”


নির্মাতা বলেন, “আমরা চাইছি, উনি যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠেন— যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি ‘সোলজার’ এ ফুটে উঠবে।”


শাকিব খানকে নতুনভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে টিম ‘সোলজার’। সাকিব ফাহাদ বলেন, ‘গত তিন-চার বছরে শাকিব ভাইকে যেভাবে দেখেছি, এবার তাকে সম্পূর্ণ ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাই।’

 

আরও পড়ুন: দেশে ফিরেই জোড়া সুখবর দিলেন শাকিব খান


ঈদে মুক্তির চিরাচরিত ধারা থেকে বেরিয়ে ছবিটি অন্য সময়ে মুক্তি দেয়ার পরিকল্পনা করছে প্রযোজনা সংস্থা।


প্রসঙ্গত, শাকিব খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘তাণ্ডব’। সিনেমাটি চলতি বছর কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল। অভিনেতার আপকামিং সিনেমার মধ্যে রয়েছে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘সোলজার’। 

]]>
সম্পূর্ণ পড়ুন