শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় আইএফএ কনসালটেন্সির মেরুল বাড্ডা অফিসে দেশের শীর্ষ ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ নির্বাহী ও শরিয়াহ বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রথম শরিয়াহ কনসালটেন্সি ফার্ম হিসেবে প্রতিষ্ঠিত আইএফএ কনসালটেন্সি (IFAC) তার দশ বছর পূর্তি উদযাপন করেছে।
প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি শরিয়াহ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, করপোরেট যাকাত হিসাব, ডকুমেন্টস রিভিউ, শরিয়াহভিত্তিক বিজনেস প্ল্যান, সুকুক ইস্যুতে দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি ইসলামী ব্যাংকিং ও ইসলামী ফাইন্যান্স সংক্রান্ত প্রশিক্ষণ, গবেষণা ও কর্মশালা আয়োজনের কাজ করে আসছে।
সভায় উপস্থিত ছিলেন, ইস্টার্ন ব্যাংকের EVP ও ডেপুটি চিফ অব ইসলামিক ব্যাংকিং, জনাব এ.কে.এম মিজানুর রহমান, CSAA, CIPA, হেড অব ইসলামিক ফাইন্যান্স কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট, জনাব মুনির হুসাইন, CSAA, হেড অব আইডিএলসি ইসলামিক ফিন্যান্স ডিপার্টমেন্ট, জনাব আব্দুল হান্নান, CSAA, ম্যানেজিং ডিরেক্টর, ইসলামিক ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, জনাব মোঃ মশিউর রহমান, দেশের বিভিন্ন ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ নির্বাহী ও শরিয়াহ বিশেষজ্ঞবৃন্দ।
আরও পড়ুন: রাজধানীতে সুকুক ও সামাজিক ব্যবসা নিয়ে আলোচনা সভা
সভায় সভাপতিত্ব করেন আইএফএ কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর, মুফতি আব্দুল্লাহ মাসুম, CSAA এবং কো-ফাউন্ডার, ড. মুফতি ইউসুফ সুলতান, CSAA। আলোচকগণ ইসলামী ব্যাংকিং খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, শরিয়া কমপ্লায়েন্সের বাস্তব ইস্যু এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। বিশেষভাবে উঠে আসে, ইসলামী ব্যাংকিং খাতে দক্ষ শরিয়াহ অডিটরের (Shariah Auditor) মারাত্মক ঘাটতি রয়েছে, যা পূরণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
আইএফএ কনসালটেন্সি কর্তৃপক্ষ জানিয়েছেন, ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে মতবিনিময় সভা, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করবে। ইসলামী ব্যাংকিং শিল্পকে আরও শক্তিশালী করা ও শরিয়া ভিত্তিক সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করাই এর লক্ষ্য।