শতাধিক ট্রলার নিয়ে শামীম সাঈদীর নৌ-র‍্যালি

৩ সপ্তাহ আগে
জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী নৌবহর নিয়ে নেছারাবাদ উপজেলায় শোডাউন করেছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় স্বরূপকাঠি বন্দর থেকে নৌবহর যাত্রা শুরু করে সুটিয়াকাঠী, সোহাগদল, বলদিয়া ইউনিয়নের বিভিন্ন খাল প্রদক্ষিণ করে মিয়ার হাট বন্দরে গিয়ে শেষ হয়।


হাজার হাজার নেতাকর্মী নিয়ে শতাধিক ট্রলারে নৌবহরের নেতৃত্ব দেন শামীম সাঈদী। নদী ও খালের দুপাড়ে উৎসুক জনতাকে হাত নাড়িয়ে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন।


আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত আমির


‎নৌবহরে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন- জেলা সহকারী সেক্রেটারি ও পিরোজপুর-২ আসনের প্রধান নির্বাচন পরিচালক মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা মো আ রাজ্জাক, উপজেলা জামায়াতের আমীর মো আবুল কালাম আজাদ, জেলা কর্মপরিষদ সদস্য মাও মো মহিউদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো আব্দুর রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা মো জহিরুল ইসলাম প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন