লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা, অটোরিকশায় থাকা ২ জনের মৃত্যু

৩ সপ্তাহ আগে
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেন ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দিঘীর যান এলাকায় একটি অবৈধ লেভেল ক্রসিংএ এই দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন, জেলার কসবা উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে অটোরিকশা চালক সাদেক মিয়া (৩৮) ও একই উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুল ইসলামের স্ত্রী অটোরিকশা যাত্রী পপি আক্তার (১৯)।

 

পুলিশ ও স্থনীয়রা জানায়, সোমবার দুপুরে আখাউড়া উপজেলার মনিয়ন্দ এলাকায় যাত্রী নিয়ে একটি লেভেল ক্রসিং অতিক্রম করছিলেন সিএনজি চালিত একটি অটোরিকশা। এ সময় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে অটোরিকশাটির ধাক্কা লাগে। এ সময় রিকশাটি দুমড়ে মুচড়ে অন্তত ৫শ মিটার দূরে গিয়ে পাশের খাদে ছিটকে পড়ে। এ সময় অটোরিকশার চালক সাদেক মিয়া ও যাত্রী পপি আক্তার ঘটনাস্থলেই নিহত হন।

 

আরও পড়ুন: গ্রিসে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

 

ঘটনা সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। পাশাপাশি দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন