লিভারপুলকে তাদেরই মাঠে হারাল ইউনাইটেড

২ সপ্তাহ আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না আর্নে স্লটের। একের পর এক ম্যাচ হেরেই চলেছে তার দল। রোববার (১৯ অক্টোবর) হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে তারা। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে হারল অল রেডরা।

ম্যাচ শুরু হতে না হতেই গোলের দেখা পায় ইউনাইটেড। ম্যাচের মাত্র ৬৩ সেকেন্ডে রেড ডেভিলসকে এগিয়ে দেন ব্রায়ান এমবুয়েমো। ব্রুনো ফার্নান্দেজের মাঝ মাঠের পাস পান দিয়ালো, যা পেয়ে বল এমবুয়েমোর দিকে এগিয়ে দেন তিনি। বল পেয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান ক্যামেরুনের এই তারকা।


প্রথম হাফে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ইউনাইটেড। তবে তাদের ডিফেন্স ছিল শক্ত। দ্বিতীয় হাফে ইউনাইটেডকে একের পর এক আক্রমণ করে কোণঠাসা করে ফেলে। তবে গোলের দেখা পাচ্ছিল না সালাহ-গাকপোরা।


আরও পড়ুন: শীর্ষে আর্সেনাল, ম্যানসিটি জিতলো ‘গোলমেশিন’ হল্যান্ডের জোড়া গোলে 


তবে ৭৮তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। কিয়েসার পাস থেকে গোল করেন কোডি গাকপো। তবে লিড আবারও ফিরে পেতে দেরি করেনি ইউনাইটেড। ৮৪তম মিনিটে হ্যারি ম্যাগুয়েরের হেডে আবারও লিড পায় রেড ডেভিলসরা। আর সেই লিড শেষ পর্যন্ত ধরে রাখে আমোরিমের দল। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ৯ বছর পর লিভারপুলের মাঠে জয় নিয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড।


এই হারের ফলে শিরোপা ধরে রাখার মিশনে বড় এক ধাক্কা খেল লিভারপুল। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে তারা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ইউনাইটেড।

]]>
সম্পূর্ণ পড়ুন