ইলন মাস্কের বাবা ইরল মাস্ক জানান, তার বিলিয়নিয়ার ছেলে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব লিভারপুল কিনতে আগ্রহী। লিভারপুলের মালিকানায় আছে ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। তারা কখনোই ক্লাবটি বিক্রির ইঙ্গিত না করলেও বিভিন্ন সময়ে বাহ্যিক উৎস থেকে বিনিয়োগের প্রত্যাশার কথা জানিয়েছে।
টাইমস রেডিওকে এক সাক্ষাৎকারে ইরল মাস্ক টেসলার প্রধান নির্বাহীর ছয়বারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী ক্লাবের প্রতি আগ্রহের বিষয়টি প্রকাশ করেন। তিনি বলেন, 'হ্যাঁ, কিন্তু এর মানে এই না যে সে ক্লাবটি কিনছে। সে চায়, হ্যাঁ, অবশ্যই (সুযোগ থাকলে কিনবে)। যে কেউই চাইবে। আমিও চাইব।'
তিনি এরপর ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, 'আমি এই বিষয়ে মন্তব্য করব না। তাতে তারা দাম বাড়িয়ে দেবে।'
আরও পড়ুন: নেইমারের চোখেও সৌদি লিগ ফরাসি লিগের চেয়ে সেরা
তবে মাস্কের আগ্রহ থাকলেও ক্লাব বিক্রির কোনো ইচ্ছাই নেই মালিকপক্ষের। এরল মাস্কের বক্তব্যের প্রেক্ষিতে ফেনওয়ে স্পোর্টস গ্রুপের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস দাবি করেছে, টেসলা ও এক্সের মালিক লিভারপুলের আমেরিকান মালিকপক্ষের সঙ্গে এই ব্যাপারে কোনো যোগাযোগ করেননি। এছাড়াও তারা জানিয়েছে, রেডিওর সাক্ষাৎকারের প্রেক্ষিতে ক্লাব বিক্রির ব্যাপারে কথা বোলার কোনো আগ্রহই তাদের নেই কারণ এই ধরনের আলোচনার কোনো গুরুত্বই নেই।'
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ৪২৪.৬ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ২০২৩ সালে ফেনওয়ে স্পোর্টস যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সংস্থা ডাইনেস্টি ইকুইটির কাছে লিভারপুলের সামান্য পরিমাণ শেয়ার বিক্রি করেছিল। ধারণা করা হচ্ছে মাস্কের প্রচেষ্টায় খুব একটা কাজ হওয়ার সম্ভানা নেই, এমনকি যদি তাদের লোচনীয় কোনো প্রস্তাব দেয়া হয়েও থাকে।
মাঠে সময়টা এই মুহূর্তে দারুণ কাটছে লিভারপুলের। আর্নে স্লটের অধীনে প্রিমিয়ার লিগের শিরোপা জেতার পথে তারা এবার সবচেয়ে এগিয়ে আছে। বুধবার (৮ জানুয়ারি) ক্যারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে তারা টটেনহ্যামের মুখোমুখি হবে।