লিগস কাপের সেমিফাইনালে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে ওরল্যান্ডো সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। কিন্তু গুরুত্বপূর্ণ এ ম্যাচে মেসি না থাকলে কি হতো? মায়ামি কি জিততে পারতো?
সবশেষ দুই দেখাতে ওরল্যান্ডোর বিপক্ষে জিততে পারেনি মায়ামি। তার উপর এ ম্যাচেও পিছিয়ে ছিল তারা। ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে সফল স্পট কিক আর ৮৮তম মিনিটের গোলে মায়ামিকে উদ্ধার করেন আর্জেন্টাইন তারকা।
আরও পড়ুন: মেসির জোড়া গোলে ফাইনালে মায়ামি
মেসি না থাকলে কি হতো, সে চিন্তা থেকেই এ আর্জেন্টাইন তারকা পুরোপুরি ফিট না থেকেও ঝুঁকি নিয়েছেন। এর মধ্যে প্রথমার্ধে নিজেকে নিয়ে ভয়েও ছিলেন।
ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমি এখানে থাকতে চেয়েছি। লস অ্যাঞ্জেলসের বিপক্ষে ম্যাচের পর আমার অস্বস্তি অনুভব হয়েছিল। আমি স্বস্তি অনুভব করিনি। কিন্তু আমি ম্যাচটি খেলতে চেয়েছিলাম। এখানে থাকা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ তারা কঠিন প্রতিপক্ষ ছিল। এ বছরে দুটি ম্যাচে তারা আমাদের হারিয়েছিল। প্রথমার্ধে আমি কিছুটা ভয় পেয়েছিলাম। কিন্তু তার পর আমি কিছুটা স্বস্তি পাই।’
গত ১১ আগস্ট শেষ দেখায় মেসির অনুপস্থিতিতে মায়ামিকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল ওরল্যান্ডো।
আরও পড়ুন: মেসি ইতিহাসের সেরা: ডি পল
ডান পায়ের মাংসপেশির ইনজুরিতে এ মাসের শুরু থেকেই ভুগছিলেন মেসি। লস অ্যাঞ্জেলসের বিপক্ষে ফিরলেও অস্বস্তিতে ছিলেন তিনি। এরপর আবার দুই ম্যাচ বিশ্রাম নিয়ে মাঠে ফিরলেন। আগামী রোববার লিগস কাপের ফাইনালে সিটল সাউন্ডার্সের মুখোমুখি হবে মায়ামি। সবকিছু ঠিক থাকলে ওই ম্যাচেও খেলবেন মেসি
]]>