লাওসের বিপক্ষে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে বাংলাদেশ

৬ দিন আগে
বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান খেলোয়াড়রা গোল ছাড়া যেন কিছু বোঝেনই না। তাদের গোলের ক্ষুধা যেন দিন দিন বেড়েই চলেছে। খেলা শুরু হওয়ার সাথে সাথেই যেন গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন আফঈদারা। অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে লাওসের বিপক্ষেও দেখা গেল ঠিক তেমনই চিত্র।

স্বাগতিক লাওসের বিপক্ষে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বুধবার (৬ আগস্ট) মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসেন পুজা-সাগরিকারা। একের পর এক দূরপাল্লার শট ঠেকাতে ব্যস্ত থাকেন লাওসের গোলরক্ষক। 

 

আরও পড়ুন: লিভারপুলের তরুণ ফুটবলারকে দলে ভেড়াল লিঁও

 

শুরু থেকেই লাওসের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন পিটার বাটলারের দল। একের পর এক আক্রমণ করলেও গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৬ মিনিট পর্যন্ত। শান্তি মার্ডির কর্নার কিক থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান সাগরিকা। 

 

সাগরিকা গোল করার মিনিট তিনেক পর ব্যবধান দ্বিগুণ করতে পারত বাংলাদেশ। তবে শিখার দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফেরত আসে। বাংলাদেশ কয়েকটি আক্রমণ করলেও গোলসংখ্যা আর বাড়াতে পারেনি। স্বাগতিক হলেও বাংলাদেশের বিপক্ষে তেমন দাপুটে ফুটবল খেলতে পারেনি লাওস। কাউন্টার অ্যাটাক কিংবা বাংলাদেশের ভুল পাসে বল পেয়ে কয়েকটি আক্রমণ করেছে। এর মধ্যে দুই-একটি গোলের সুযোগও ছিল অবশ্য।  

 

আরও পড়ুন: জিতলেই লিগস কাপের নকআউটে মেসির মায়ামি

 

একের পর এক অর্জনে নিজেদের ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ নারী দল। মূল দল কিংবা বয়সভিত্তিক, সবখানেই সাফল্যেই ছোঁয়া। ক’দিন আগে অনূর্ধ্ব-২০ নারী সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ দল। তার আগে নারী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।  

 

র‌্যাঙ্কিংয়ে লাওসের অবস্থান ১০৭, আর বাংলাদেশের ১২৮। স্বাগতিক মেয়েরা বাংলাদেশের চেয়ে এগিয়ে ২১ ধাপ। তবে মাঠের খেলায় যে র‌্যাঙ্কিং স্রেফ একটা সংখ্যা মাত্র, তা তো এর আগেই একাধিকবার প্রমাণ করেছে বাংলাদেশের মেয়েরা।

]]>
সম্পূর্ণ পড়ুন