লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল

৩ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ছড়িয়ে পড়া দাবানলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ২,৯০০ একরেরও বেশি এলাকা পুড়ে যায়। এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্যে। খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে অসংখ্য ঘরবাড়ি পুড়ে যায় এবং ভয়াবহ ট্রাফিক জ্যাম শুরু হয়। 

 

এ ঘটনায় ৩০,০০০ হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। হুমকিতে রয়েছে আরও ১৩,০০০ হাজার ভবন।


সান্তা মনিকা এবং মালিবু উপকূলীয় শহরগুলোর মধ্যে প্যাসিফিক প্যালিসেডস এলাকার কমপক্ষে ২,৯২১ একর পুড়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ইতিমধ্যেই আগুনজনিত সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 

 

আরও পড়ুন:অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা পুড়ে ছাই


কয়েকটি ছবিতে দেখা গেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকাগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং চারপাশ ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে।


ছবিতে আরও দেখা যায়, অগ্নিনির্বাপক কর্মীরা বিশেষ ব্যবস্থায় সমুদ্র থেকে পানি নিয়ে আগুনে ঢালছেন। আগুনের শিখা বাড়িঘরকে ক্রমাগত গ্রাস করেছে এবং বুলডোজারগুলো রাস্তা থেকে পরিত্যক্ত যানবাহনগুলোকে সরিয়ে দিচ্ছে যাতে জরুরি যানবাহন ঢুকতে পারে।

 

এদিকে লস অ্যাঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্ট ছুটিতে থাকা ​​অগ্নিনির্বাপকদেরও ছুটি বাতিল করে কাজে যোগ দেয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। 

 

আরও পড়ুন:ক্যালিফোর্নিয়ায় ভয়ানক দাবানল, দুই শতাধিক বাড়ি ধ্বংস

 

দাবানল  ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন