লক্ষ্মীছড়িতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সেনাবাহিনী

৩ সপ্তাহ আগে
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে প্রত্যন্ত জনপদের পিছিয়েপড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নানা উন্নয়ন কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীছড়ি- ফটিকছড়ি সীমান্তের দুর্গম বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। 


একই সঙ্গে ভালো ফলাফল করায় শিক্ষকদের পুরস্কৃত করার পাশাপাশি শিক্ষার্থীদের আর্থিক অনুদান, শিক্ষা সহায়ক ও খেলাধুলার সামগ্রী দেন প্রধান অতিথি লক্ষীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম।

আরও পড়ুন: খাগড়াছড়িতে পানিবন্দি ৫ শতাধিক পরিবারের মানবেতর জীবনযাপন

এসময় তিনি বলেন, ‘দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এ ধারা অব্যাহত থাকবে।’


অনুষ্ঠানে বাইন্যাছোলা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর সাইয়েফুর রহমান তুর্য, সাবেক ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হুদাসহ অন্যান্য সামরিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন