কোপেনহেগেনে পার্কেন স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরেছে পর্তুগাল। ম্যাচের ৭৮ মিনিটে ডেনমার্কের হয়ে একমাত্র গোলটি করেন রাসমুস হয়লুন। পাসিং ফুটবলে শাণানো আক্রমণে বক্সে সতীর্থের পাস পেয়ে ঠাণ্ডা মাথায় প্লেসিং শট কস্তার প্রতিরোধ ভাঙেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা।
জালে বল জড়িয়ে রোনালদোর আইকনিক সিউউ উদযাপনে মাতেন হয়লুন। দূরে দাঁড়িয়ে থেকে অসহায়ভাবে সেটি দেখেছেন রোনালদো। এই ঘটনায় ম্যাচের পর থেকেই সমালোচনার বাণে বিদ্ধ হয়েছেন হয়লুন। অনেকেই মনে করেছেন বিদ্রূপ বা ঠাট্টা করেই হয়লুন এই উদযাপন করেন। কিন্তু ম্যাচ শেষে এই ফরোয়ার্ড জানালেন ভিন্ন কথা।
ডেনমার্কের একটি টেলিভিশনে এই তারকা বলেন, ‘এই উদযাপন ছিল আমার আদর্শ ফুটবলারের জন্য। তাকে বিদ্রূপ করা বা এই ধরনের কোনো ব্যাপার এখানে ছিল না। আমার ওপর এবং আমার ফুটবল ক্যারিয়ারে তার প্রভাব অনেক বেশি। কিছুটা বিরোধী ব্যাপার হতে পারে এখানে। তবে তার ও পর্তুগালের বিপক্ষে গোল করা আমার জন্য অনেক বড় ব্যাপার।’
আরও পড়ুন: ভারতে গিয়েও ফাহমিদুল ইস্যুতে প্রশ্নের সম্মুখীন বাংলাদেশ কোচ
তিনি আরও বলেন, ‘২০১১ সালে ফ্রি কিক থেকে তার একটি গোল মনে পড়ছে আমার। ম্যাচটি দেখতে গিয়েছিলাম আমি এবং সেদিন থেকেই আমি তার প্রবল ভক্ত।’
রোনালদোকে আদর্শ মানার বিষয়টি আগেও অনেকবার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন হয়লুন। পর্তুগিজ এই তারকার পথে হেঁটেই ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান এই হয়লুন।
]]>