রোনালদোর আমন্ত্রণেই আল নাসরের দায়িত্বে জেসুস

৩ সপ্তাহ আগে
আড়াই বছর আগে আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এই আড়াই বছরে দলটির হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি সিআরসেভেন। এখন পর্যন্ত আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ট্রফি ছাড়া বলার মতো আর কোনো অর্জন নেই রোনালদোর।

রোনালদো যোগ দেওয়ার পর বড় সাফল্যের জন্য একাধিক কোচও পরিবর্তন করেছে আল নাসর। কিন্তু তাতেও কোনো সাফল্য আসেনি। সর্বশেষ ক্লাবের দায়িত্ব ছেড়ে গেছেন স্তেফানো পিউলি। তার বিদায়ের পর আলোচনায় ছিলেন দুই পর্তুগিজ কোচ হোর্হে জেসুস ও সের্হিও কনসেসাও। 

 

তবে শেষ পর্যন্ত বড় সাফল্যের লক্ষ্যে হোর্হে জেসুসকেই দলে ভিড়িয়েছে আল নাসর। সর্বশেষ সৌদি লিগে আল হিলালের হয়ে দুই বছরে লিগ শিরোপাসহ ৫টি ট্রফি জিতেছেন জেসুস।

 

আরও পড়ুন: বসুন্ধরা কিংস ছেড়ে আবাহনীতে যোগ দিলেন মোরসালিন

 

জেসুসের আল নাসরে যোগ দেওয়ার পেছনে রোনালদোরও অবদান ছিল। ইনস্টাগ্রাম স্টোরিতে জেসুসকে স্বাগতও জানিয়েছেন রোনালদো। আর রোনালদোর কাছ থেকে পাওয়া চ্যালেঞ্জটা ঠিকঠাক উতরেও যেতে চান জেসুস। 

 

নতুন দায়িত্ব পেয়ে পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোয়া’কে জেসুস বলেছেন, ‘রোনালদো যে চ্যালেঞ্জটা আমাকে দিয়েছে, সেটা ফিরিয়ে দিতে পারিনি। আমি সৌদি আরবে থাকতে ভালোবাসি। এটা ভবিষ্যতমুখী দেশ। শুধু ফুটবলে নয়, সব দিক থেকেই। এখানে ফিরতে পেরে আমরা দারুণ খুশি। আমি এখানে সব সময় সুখী ছিলাম, সব সময়ই জিতেছি। এবার আবারও সেটা করার চেষ্টা করব।’ 

 

আরও পড়ুন: মেসির আচরণেই সবাই বুঝে যায় কী করতে হবে: ডি পল

 

আল নাসরে তার যোগ দেওয়ার পেছনে রোনালদোর ভূমিকা এবং ক্লাবকে কোথায় নিতে চান, সেটা ব্যাখ্যা করে জেসুস বলেছেন, ‘রোনালদোর আমন্ত্রণ ছাড়া আমি এখানে আসতাম না। রোনালদো যেখানে খেলেছে সব জায়গায়ই জিতেছে, কিন্তু এখনো সৌদি আরবে তা হয়নি। দেখা যাক, এবার আমি তাকে সেই লক্ষ্য পূরণে সাহায্য করতে পারি কি না। আমরা একই ভাষায় কথা বলি। এতে সবকিছু সহজ হবে। ও আমাকে যে চ্যালেঞ্জটা দিয়েছে, সেটার না বলার সুযোগই ছিল না।’

]]>
সম্পূর্ণ পড়ুন