রাশিয়ার দখলে ইউক্রেনের আরও এক শহর!

১ সপ্তাহে আগে
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের আরও একটি এলাকা দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। ইউক্রেনও রাশিয়ার ওরেনবার্গ প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে।

ক্রমেই তীব্র হচ্ছে রাশিয়া-ইউক্রেনের সামরিক উত্তেজনা। স্থানীয় সময় গেল শনিবার ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের আরও একটি এলাকা দখলে নেয়ার দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি ইউক্রেনের রেলপথ, সামরিক শিল্প কেন্দ্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় মস্কো। 

 

রুশ মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেনীয় ১৪০টি ড্রোন, ছয়টি হিমার্স ক্ষেপণাস্ত্র এবং চারটি গাইডেড বোমা ধ্বংস করেছে রুশ বিমান প্রতিরক্ষাবাহিনী। 

 

এদিকে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত রাশিয়ার ১৩৬টি ড্রোন ধ্বংস করার দাবি করে ইউক্রেন। 

 

আরও পড়ুন: রুশ ড্রোন হামলায় কাঁপল ইউক্রেনের ১২ শহর

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, টমাহক মিসাইল সরবরাহ সহজ হবে না এবং ইউক্রেনকে কিছু ছাড় দিতে হতে পারে। ফক্স নিউজে সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি এখনও ইউক্রেনে দীর্ঘ-পরিসরের টমাহক ক্রুজ মিসাইল সরবরাহের সম্ভাবনা বিবেচনা করছেন।

 

যুক্তরাজ্যের সাবেক প্রধান প্রতিরক্ষা কর্মকর্তা ফিল্ড মার্শাল ডেভিড রিচার্ডস বলেছেন, বড় পশ্চিমা সহায়তা থাকা সত্ত্বেও ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে জয় অসম্ভব। তার ভাষ্য, পশ্চিমারা শুধু ইউক্রেনকে লড়াইয়ে উৎসাহিত করেছে। তবে, জয়ের জন্য প্রয়োজনীয় উপকরণ দেয়নি। একমাত্র সম্ভাব্য পরিস্থিতি হলো সরাসরি ন্যাটোর হস্তক্ষেপ।

 

এদিকে, হাঙ্গেরি কেন পুতিন-ট্রাম্প শীর্ষ সম্মেলন আয়োজন করবে তা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ইউরোপে একমাত্র হাঙ্গেরিই শান্তির পক্ষে। তিনি আরও উল্লেখ করেন, হাঙ্গেরি অবিচলভাবে সংঘাতের কূটনৈতিক সমাধানকে সমর্থন করেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন