রাজশাহীতে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

৬ দিন আগে
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আমিরুল ইসলাম (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জেলে বাঘা উপজেলার আলাইপুর এলাকার মৃত আলিম দফাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে আমিরুল ইসলামসহ কয়েকজন জেলে মাছ ধরতে আলাইপুর এক নম্বর টি বাঁধের কাছে পদ্মা নদীতে যান। এই সময় তিনি নদী পার হয়ে মধ্যচরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু মধ্য চড়ে যেতে না পেরে আবারও ফিরে আসার সময় পানিতে তলিয়ে যান। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেন।


আরও পড়ুন: রাঙ্গাবালী উপকূলে মাছ ধরার ট্রলারডুবি, ১৪ জেলে উদ্ধার


পরে ফায়ার ও সিভিল ডিফেন্সের সদর দফতরের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিট ধরে নদীতে খোঁজাখুঁজি করার পর নিখোঁজ আমিরুল ইসলামকে উদ্ধার করতে সক্ষম হন। পরে পুলিশের উপস্থিতিতে আমিরুল ইসলামের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করে।

]]>
সম্পূর্ণ পড়ুন