সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার সোনাপুর মোড়ে এ ঘটনা ঘটে।
আটক তুষার কুষ্টিয়ার খোকসা উপজেলার শেখপাড়া গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে সোনাপুর মোড়ে পুলিশ পরিচয়ে ঘোরাফেরা করছিলেন তুষার। এসময় তার গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয়রা ধাওয়া করেন। পরে তিনি কালুখালী সেনা ক্যাম্পে আশ্রয় নেন। সেখান থেকে সেনাবাহিনী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে কালুখালী থানায় হস্তান্তর করে।
আরও পড়ুন: পদ্মায় প্রবল স্রোতে ডুবে গেল বালুবাহী বাল্কহেড
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘ভুয়া পুলিশ আটকের খবর পেয়ে আমরা তাকে জনগণের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’
]]>