রাজবাড়ীতে মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন

৩ সপ্তাহ আগে
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় গোয়ালন্দ মোড়ে মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় ঢাকা-খুলনা মহাসড়ক ও গোয়ালন্দ মোড়-রাজবাড়ী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


সরেজমিনে দেখা যায়, গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিকেলে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন তারা।


এ সময় 'আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ', ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই,' 'কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার,' 'সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে,' 'জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার,' 'ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ' ইত্যাদি স্লোগান দেন আন্দোলনকারীরা।


আরও পড়ুন: ফরিদপুরের ভাঙ্গায় টায়ার জ্বালিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ এনসিপির


এনসিপি রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন বলেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে আওয়ামী ফ্যাসিবাদ আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। জুলাই বিপ্লবীদের এসব করে কোনোভাবে দমানো যাবে না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এ অবস্থান। জুলাইয়ের কোনো নেতার কিছু হলে বাংলার ছাত্র-জনতা ঘরে বসে থাকবে না।

]]>
সম্পূর্ণ পড়ুন