২০২৪-২৫ অর্থবছরের শেষ কয়েকটা দিন ছিল দেশের আমদানি-রফতানি বাণিজ্যের জন্য চরম ঘটনাবহুল। বিশেষ করে শুল্ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে বিপর্যয়ের কবলে পড়েছিল দেশের রাজস্ব খাত। কিন্তু সব জটিলতা পেছনে ফেলে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে চট্টগ্রাম কাস্টমস হাউজেই রাজস্ব আদায় হয়েছে ১৯ হাজার ৯০২ কোটি টাকা।
একক মাস হিসাবে শুধু সেপ্টেম্বরেই ৭ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার এইচ এম কবীর বলেন, দেশে গত বছরের তুলনায় আমদানি-রফতানি স্বাভাবিক রয়েছে। জ্বালানি তেল ও অন্যান্য শিল্পপণ্য স্বাভাবিকভাবে আমদানি হচ্ছে। ফলে রাজস্ব আদায়ও গতিশীল রয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্থবিরতা বাংলাদেশের পোশাক খাতকে কতটা ভোগাবে?
মূলত বন্দর দিয়ে আমদানি থেকে কাস্টমসের এই রেকর্ড রাজস্ব আয়। আর তাই একই সময়ে চট্টগ্রাম বন্দরেই বেড়েছে কনটেইনার এবং কার্গো হ্যান্ডলিং। এই তিন মাসে ১ হাজার ৩১টি জাহাজের মাধ্যমে আমদানি-রফতানি পণ্য বোঝাই ৯ লাখ ২৭ হাজার কনটেইনার এবং ৩ কোটি ২৯ লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমোডর আমিন আহমেদ আবদুল্লাহ বলেন, বন্দরের মাধ্যমে আমদানি-রফতানির মোট প্রবৃদ্ধি বেড়েছে। যা চট্টগ্রামের বন্দর ও দেশের অর্থনীতির জন্য ভালো দিক।
চলতি বছরের গত তিন মাসে বেসরকারি অফডকগুলো ২ লাখ ২৭ হাজার রফতানি এবং ৯০ হাজার রফতানি কনটেইনার হ্যান্ডলিং করেছে। যা গত বছরের এই সময়ের তুলনায় আমদানিতে ৩০ দশমিক ২৮ শতাংশ এবং রফতানি ১২ দশমিক ৪৯ শতাংশ বেশি।
দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে রাজনৈতিক স্থিতিশীলতার কোনো বিকল্প নেই। যার উৎকৃষ্ট উদাহরণ ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩ মাসের আমদানি-রফতানি ও রাজস্ব আদায়ের চিত্র। রাজনৈতিক স্থিতিশীলতার কারণে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টমস হাউস ও ২১টি বেসরকারি অফডক।
আরও পড়ুন: দেশের অর্থনীতি স্বস্তিতে থাকলেও কিছু চ্যালেঞ্জ রয়েছে: অর্থ উপদেষ্টা
এদিকে, বন্দরের বিকল্প হিসেবে বর্তমানে বেসরকারি ২১টি অফডক আমদানি করা ৬৫ ধরনের পণ্য ডেলিভারি করছে। একইসঙ্গে রফতানি পণ্যের জাহাজীকরণ প্রক্রিয়াও সম্পন্ন হয় অফডকে।
বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন সিকদার বিপ্লব জানান, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে অফডকগুলোতে আমদানি ও রফতানি পণ্য হ্যান্ডলিংয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এর মধ্যে রফতানি খাতে প্রবৃদ্ধি সাড়ে ১২ শতাংশ এবং আমদানিতে সাড়ে ৩০ শতাংশ।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে শুল্কের প্রভাব এড়াতে আগেভাগে পোশাক পাঠিয়ে দেয়ায় রফতানি পণ্য হ্যান্ডলিং বেড়েছে। একইসঙ্গে ৩৮ ধরনের পণ্যের বদলে এখন ৬৫ ধরনের পণ্য ডেলিভারির অনুমতি দেয়ায় আমদানি পণ্য হ্যান্ডলিংও বেড়েছে।
বিশ্বের ব্যস্ততম ১০০ বন্দরের মধ্যে ৬৮তম অবস্থানে থাকা চট্টগ্রাম বন্দর ২০২৪-২৫ অর্থবছরে ৩২ লাখ ৯৬ হাজার কনটেইনার এবং ১৩ কোটি ৭ লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডলিং করেছে। আর চট্টগ্রাম কাস্টমস হাউজ রাজস্ব আদায় করেছিল ৭৫ হাজার ৪৩২ কোটি টাকা।
]]>