মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নোয়াখালী হাতিয়া উপজেলার নলচিরা ঘাট পরিদর্শনে এসে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, এর আগে আমাদেরকে এখানে আসতে দেওয়া হয় নাই। আমরা এখানে আসতে পারি নাই, কাজ করতে পারি নাই। স্থানীয় নেতা এগুলো দখল করে রেখেছিল। কেন একটা নদী বন্দর ঘোষণা করতে কেন এত বছর লাগল। বন্দর হলে আমরা বন্দরের উন্নয়নের কাজ করতে পারতাম। কিন্তু তা না করে অন্তর্বর্তী সরকারকে আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে।
তিনি বলেন, আপনারা নেতা সিলেক্ট করবেন সে এসে ঘাট দখল করবে। তার আগেও এভাবে ঘাট দখল করে রাখা হয়েছিল। এটা মানুষের সম্পদ সরকারের সম্পদ। এটাকে আপনারা দেখে শুনে রাখতে হবে। আমাদের দেশের রাজনৈতিক দলের নেতার যেভাবে ঘাট দখল করে এবং ঘাটকে তারা যেভাবে নিজেদের সম্পত্তি মনে করে, আপনারা তা হতে দেবেন না। বিগত ১৭ বছরের পুনরাবৃত্তি যেন আর না ঘটে। আপনারা সকলে তা প্রতিহত করবেন।
আরও পড়ুন: কক্সবাজারে কোনো হোটেল পরিবেশ দূষণ করলে তা বন্ধের নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার
ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন, হাতিয়ার নলচিরা চেয়ারম্যান ঘাটে রুটে শীঘ্রই ফেরি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমি চাই আমি থাকতেই এ ফেরি যেন উদ্ধোধন করতে পারি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বিআইডব্লিওটিসির চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ, বিআইডব্লিওটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ স্থানীয় শিক্ষক, রাজনৈতিক দলের নেতারা।

৩ সপ্তাহ আগে
১০







Bengali (BD) ·
English (US) ·