সোমবার (১৫ সেপ্টেম্বর) আফতাবনগরের লেকভিউ রোডে এই সেতু নির্মাণকাজের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
ডিএনসিসির প্রশাসক বলেন, ভবিষ্যতে আফতাবনগর এলাকায় যানবাহনের চাপ বাড়বে। সেই চাপ সামলাতে এই সেতু নির্মাণ করা হচ্ছে। একই সঙ্গে প্রগতি সরণি হয়ে রামপুরার যানজট নিরসন ও মেট্রোরেল প্রকল্পের কাজ চলার সময়ে মানুষের চলাচলের বিড়ম্বনা কমানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
আরও পড়ুন: ঝালকাঠিতে তিন বছরেও হয়নি সেতু নির্মাণ, চরম ভোগান্তিতে ২ লাখ মানুষ
প্রকল্প সূত্রে জানা যায়, রামপুরা-বনশ্রী-আফতাবনগর এলাকার সংযোগে নড়াই নদীর ওপর সেতুগুলো নির্মাণ করা হবে। সেতুগুলো হবে স্টিল আর্চ গার্ডার ব্রিজ যার স্প্যান দৈর্ঘ্য আনুমানিক ৫০ মিটার এবং প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার (দুটি গাড়ি চলাচলের অংশ বা রাস্তা ও দুটি হাঁটার পথ)। এ ছাড়া সেতুর ডেক বা চলাচলের রাস্তার ওপরের অংশ থেকে খিলানের (আর্চ) সর্বোচ্চ উচ্চতা হবে ১১ মিটার।
আরও পড়ুন: সেতুর অভাবে চরম দুর্ভোগে নরসিংদীর আলোকবালীর অর্ধলক্ষ মানুষ
এই সেতুগুলোর নির্মাণ সহযোগী হিসেবে কাজ করবে বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। তিনটি সেতু নির্মাণে প্রায় ৯০ কোটি টাকা ব্যয় হবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে কাজ শুরু হবে। ৬ থেকে ৮ মাসের মধ্যে এই সেতুর নির্মাণকাজ শেষ করা হবে।
]]>