রাজধানীতে সড়কে দোকান বসানোয় ৬ জনের কারাদণ্ড

৩ দিন আগে
দীর্ঘদিন ধরে রাজধানীর লালবাগ এলাকায় রাস্তার ওপর দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে ছয়জনকে ৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২ ধারায় এই দণ্ডাদেশ দেয়া হয়।

সোমবার (৬ অক্টোবর) লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আরিফুর রহমান আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে এ রায় দেন।
 

লালবাগ থানা সূত্রে জানা গেছে, আসামিরা ৮-১০ বছর ধরে লালবাগ এলাকার বিভিন্ন স্থানে রাস্তা দখল করে ব্যবসা করে আসছিলেন। পুলিশের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেয়া এবং জরিমানার পরও তারা অবৈধভাবে ফিরে এসে পুনরায় দোকান বসানো অব্যাহত রাখেন। এর পরিপ্রেক্ষিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার (৫ অক্টোবর) রাতে লালবাগ থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
 

আরও পড়ুন: ‘ফাটাকেষ্ট’ হতে গিয়ে কৃষককে বালু লুটকারী সাজিয়ে কারাদণ্ড দিলেন ইউএনও


অন্যদিকে একই আদালতে কোতোয়ালি থানা পুলিশের দায়ের করা একটি মামলায় মিটফোর্ড হাসপাতালে এক নারী রোগীর ব্যাগ থেকে ৪ হাজার ৫০০ টাকা চুরির অভিযোগে আরেক নারীকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। চুরির ঘটনাটি ঘটে আজ (৬ অক্টোবর) বেলা আনুমানিক ১১টার দিকে। কোতোয়ালি থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ওই আসামিকে গ্রেফতার করে লালবাগ সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করলে ম্যাজিস্ট্রেট তাকে সাজা দেন।


ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জনসাধারণের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

]]>
সম্পূর্ণ পড়ুন