ঢাকার বিভিন্ন এলাকায় বেশকিছু দিন ধরে চলছে গ্যাস সংকট। সকালে থাকে তো বিকেলে থাকে না। কখনো থাকে অল্প চাপ। বিকল্প উপায়ে রান্না করতে গিয়ে নাজেহাল নগরবাসী।
চলমান গ্যাস সমস্যার সমাধানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অনেক ক্রেতাই আকৃষ্ট হচ্ছেন বিদ্যুৎচালিত চুলায়। ভোক্তারা বলেন, গ্যাস না থাকায় বৈদ্যুতিক চুলা কিনতে হচ্ছে। তবে দাম তুলনামূলক বেশি।
আরও পড়ুন: বাণিজ্য মেলায় ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি!
ইন্ডাকশন, ইনফারেড নামে বিক্রি হওয়া বিদ্যুৎ চালিত চুলাসহ হোম অ্যাপ্লায়েন্সের বিভিন্ন পণ্যে ছাড় ও নানা অফার দিচ্ছেন বিক্রেতারা। তারা বলেন, ক্রেতারা আসছেন, দেখছেন। কেউ কিনে নিয়ে যাচ্ছেন, আবার কেউ কেউ প্রি-অর্ডার করে যাচ্ছেন। দেয়া হচ্ছে ছাড়ও।
এছাড়া বরাবরের মতো মেলার বড় আকর্ষণ টিভি, ফ্রিজ। তবে অনেক ক্রেতাই এখন কেবল মেলা ঘুরে দেখছেন। ক্রেতা-দর্শনার্থীরা বলেন, প্রথম দিকে শুধু স্টল ঘুরে দেখার জন্য আসা, কেনাকাটা শুরু হবে মাঝামাঝি সময় থেকে। এখনও জিনিসপত্রের দাম চড়া। ব্যতিক্রমধর্মী পণ্যও কম। শেষ দিকে স্টল-প্যাভিলিয়নগুলো ক্রেতা আকৃষ্টে নানারকম ছাড় দিয়ে থাকে। তখন কম দামে পণ্য কেনা যাবে।
মাসব্যাপী এই মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। আর সাপ্তাহিক ছুটির দিনগুলো মেলা প্রাঙ্গণ খোলা থাকছে রাত ১০টা পর্যন্ত।
]]>