রাঙ্গাবালী উপকূলে মাছ ধরার ট্রলারডুবি, ১৪ জেলে উদ্ধার

৬ দিন আগে
পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচর সংলগ্ন এলাকায় বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। ট্রলারে থাকা ১৪ জন মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হলেও ট্রলারটি এখনো উদ্ধার হয়নি।

শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা ঘাটে ফেরার পথে 'এফবি বাদল' নামের ট্রলারটি প্রবল ঢেউয়ের তোড়ে ডুবে যায়। ট্রলারটির মালিক স্থানীয় জেলে বাদল মাঝি।


ট্রলারে থাকা মাঝিমাল্লাদের আশপাশে থাকা আরেকটি ট্রলারের জেলেরা দ্রুত উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে।


স্থানীয় জেলেরা জানান, ইলিশ ধরার ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা থাকায় ট্রলারটি মাছ ধরা বন্ধ করে ঘাটে ফিরছিল। ঘাটের কাছাকাছি এসে ট্রলারটি একটি ডুবোচরে আঘাত করলে ভারসাম্য হারিয়ে ডুবে যায়।


আরও পড়ুন: বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজের ৩০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার


রাঙ্গাবালী নৌ ফাঁড়ির ইনচার্জ মো. জায়েদ বলেন, 'বাদল মাঝির মালিকানাধীন ট্রলার ডুবে যাওয়ার খবর আমরা পেয়েছি। ট্রলারে থাকা ১৪ জন মাঝিমাল্লা সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।'

]]>
সম্পূর্ণ পড়ুন