এরমধ্যে দুইজন সহ-সভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস) পদের প্রার্থী রয়েছেন। এছাড়া পরিবেশ ও সমাজকল্যান বিষয়ক সহকারী সম্পাদক পদে ২ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ১ জন, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ১ জন, ক্রিড়া ও খেলাুলা বিষয়ক সম্পাদক পদে ১ জন, মিডিয়া ও প্রকাশনা প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ১, সহকারী মিডিয়া ও প্রকাশনা প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ১ জন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ১ জন, কার্যনির্বাহী সদস্য পদে ১ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি পদে ৩ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, আবেদনকারী বেশির ভাগ শিক্ষার্থী, একাধিক পদে প্রার্থী হওয়ায় একটি পদ রেখে অন্য পদ থেকে প্রত্যাহার করছেন।
আরও পড়ুন: রাকসু: গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে দুই প্যানেলের ১২ দফা প্রস্তাবনা
শনিবার বিকেলে রাকসু প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, রোববার দুপুরে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার -প্রচারণা।
এদিকে প্রার্থী যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৬০, সিনেট ছাত্র প্রতিনিধি পদে ৬০ জনের প্রার্থিতা বৈধ হয়। তবে হল সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা জানাতে পারেনি নির্বাচন কমিশন। এরইমধ্যে প্রার্থীরা নয়টি প্যানেল ঘোষণা করেছেন। তবে শুধুমাত্র ছাত্রশিবির ও ছাত্রদলই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পেরেছে। আগামী ২৫ সেপ্টেম্বর ক্যাম্পসে একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
]]>