রাকসু নির্বাচনে হাতে ভোট গোনার দাবি ছাত্রদলসহ দুই প্যানেলের

৩ সপ্তাহ আগে
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে ১২ দফা প্রস্তাবনা দিয়েছে ছাত্রদলের প্যানেল এবং ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের প্যানেল ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাসের পরিবহন মার্কেটে যৌথ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জের ভিপি প্রার্থী মেহেদী মারুফ ১২ দফা দাবি উত্থাপন করেন।


তাদের অন্যতম দাবি হলো: স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ ও ম্যানুয়ালি হাতে ভোট গণনা করতে হবে। ভোটারদের আঙুলে উচ্চমানসম্পন্ন  অমোচনীয় কালির ব্যবস্থা করতে হবে।  ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। প্রার্থীদের নির্বাচনী খরচ নির্দিষ্ট করতে হবে। প্রার্থীর পোস্টারের সংখ্যা নির্দিষ্ট করতে হবে। সাইবার বুলিং বন্ধে সেল কার্যকর করতে হবে।


আরও পড়ুন: রাকসু নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করলেন ছাত্রদলের মিঠু


সংবাদ সম্মেলনে প্রার্থীরা অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এরইমধ্যে প্রশ্ন উঠেছে। ছাত্র শিবির কোনো রকম আচরণ বিধির ন্যূনতম তোয়াক্কা না করে হলে হলে শিক্ষার্থীদের মধ্যে আতর বিলি, পানির ট্যাংক বসানো, খিচুড়ি পার্টি, মুড়ি পার্টিসহ শিক্ষার্থীদের নানা উপঢৌকনের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করছে। যার ফলে  টাকা যার ভোট তার নীতির প্রবর্তন হচ্ছে।’


তারা বলেন, ‘এই ১২ দফা বাস্তবায়ন করা হলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচন আয়োজন সম্ভব হবে।’


 

]]>
সম্পূর্ণ পড়ুন