রাকসু নির্বাচনে লটারিতে নির্ধারণ হবে ব্যালটের নম্বর

৩ সপ্তাহ আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের নাম লটারি করে ব্যালটের নম্বর নির্ধারণ করা হবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে প্রার্থীদের সাথে ৩ ঘণ্টার সভা শেষে এই সিদ্ধান্ত নিয়েছে রাকসু নির্বাচন কমিশন।

আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সিনেটে ভবনে লটারি করে প্রার্থীদের ব্যালট নম্বর প্রদান করা হবে।

 

এ ছাড়াও ৯টি একাডেমিক ভবনে ভোট গ্রহণ, এককেটি একাডেমিক ভবনে দুটি আবাসিক হলের ভোটগ্রহণ, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ও বিকল্প প্রত্যয়ন পত্র দেখিয়ে ভোট প্রদানের সিদ্ধান্ত হয়।

 

আরও পড়ুন: রাকসু নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

 

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে, স্বচ্ছ ব্যালট বাক্স, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গননার বিষয়ে নির্বাচন কমিশন আগামীকাল সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

 

আরও পড়ুন: রাকসু নির্বাচনে হাতে ভোট গোনার দাবি ছাত্রদলসহ দুই প্যানেলের

 

এছাড়াও নির্বাচনের নানা বিষয় নিয়ে ১৫ সেপ্টেম্বর ক্যাম্পাসের নজরুল ইসলাম অডিটোরিয়ামে সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেন কমিশন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন