বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাকসু ও সিনেটের সকল ছাত্র প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করার কথা থাকলেও ৮৭ জন শিক্ষার্থী নমুনা জমা দিয়েছেন। এদিন ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রার্থীরা নমুনা জমা দেননি।
মোট ৪ দিনে সকল হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে ছাত্রদের বিভিন্ন পদপ্রার্থীদের নমুনা নেওয়া হবে।
এর মধ্যে রাকসু ও সিনেট ছাত্র প্রার্থীদের বৃহস্পতিবার, আগামী শনিবার রাকসু ও সিনেট ছাত্রী প্রার্থীসহ রোকেয়া, মন্নুজান, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া, রহমাতুন্নেসা এবং জুলাই-৩৬ হলের নমুনা নেওয়া হবে। আগামী রবিবার শের-ই বাংলা, শাহ্ মখদুম, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী, শহীদ শামসুজ্জোহা এবং শহীদ হবিবুর রহমান হল সংসদের প্রার্থীদের নমুনা নেওয়া হবে। আগামী সোমবার মতিহার, মাদার বখ্শ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শহীদ জিয়াউর রহমান এবং বিজয়-২৪ হলের প্রার্থীদের নমুনা নেওয়া হবে।
আরও পড়ুন: রাকসু তহবিলের টাকা নয়-ছয়ের অভিযোগ তুলছে শিক্ষার্থীরা
এর আগে বুধবার রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় ডোপ টেস্টর যাবতীয় খরচ নির্বাচন কমিশন বহন করবে। এর প্রতিবেদন সংগ্রহের পর মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানিয়েছেন, প্রার্থীরা দ্রুত ডোপ টেস্টের প্রতিবেদন পাবেন। সেই প্রতিবেদন নিয়ে মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করে জমা দিতে হবে। কারো প্রতিবেদনে পজিটিভ এলে, তার প্রার্থিতা বাতিল করা হবে।