রাকসু নির্বাচন: ক্যাম্পাসে ২ হাজার পুলিশ, ১৮ প্লাটুন র‌্যাব-বিজিবি মোতায়েন

১ সপ্তাহে আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন (রাকসু) ও হল সংসদ নির্বাচন বৃহস্পতিবার। এ নির্বাচন ঘিরে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী এবং নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা।

বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২ হাজার পুলিশ, ১৮ প্লাটুন র্যাব-বিজিবি মোতায়েন করা হয়েছে। 

 

আরও পড়ুন: চাকসুর ভোটগ্রহণ শুরু

 

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের ২০০ গজের মধ্যে তিন দিনের জন্য মিছিল, সভা-সমাবেশ ও বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকার কথা জানায় আরএমপি।

 

‘দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এফ নজরুল ইসলাম। 

 

এর আগে ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

 

এদিকে, নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে।

 

উল্লেখযোগ্য নির্দেশনা হলো–নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের স্টিকার-সংবলিত যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন ক্যাম্পাসে ঢুকতে পারবে না। পাস ব্যবহার করে গণমাধ্যমকর্মীরা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন। একাডেমিক ভবন এলাকায় ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ। নির্বাচনের দিন সব ধরনের মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

 

আরও পড়ুন: চাকসু নির্বাচন: সকাল থেকেই নারী ভোটারদের লম্বা লাইন

 

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। গত সোমবার রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাসের আশপাশের ২০০ গজের ভেতর সব ধরনের সভা, সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।  

 

এদিকে শিবিরের বিরুদ্ধে প্রজেকশন সভায় খাবার বিতরণের অভিযোগ এনে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেয় ছাত্রদলের প্যানেল। পরে বেগম খালেদা জিয়া হলে শিবিরের প্যানেলের প্রজেকশন সভায় খাবার বিতরণে বাধা দেয় কমিশন। প্রায় ৪০০ প্যাকেট টেস্টি ট্রিটের নাশতা ফেরত পাঠানো হয়। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

 

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব বলে আশা রাখি।

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন