রশিদকে টেস্টে বিশ্রাম দিয়ে টি-টোয়েন্টির জন্য রাখলো আফগানিস্তান

১ সপ্তাহে আগে
দেশের অভিষেক টেস্টটিতে দেশের সবচেয়ে বড় তারকা খেলেছিলেন। সবচেয়ে অভিজাত ফরম্যাটে আফগানিস্তান এরপর আরও খেলেছে ১০ বার, রশিদ খান খেলছেন কেবল ৬টিতে। আরও একটি টেস্ট মিস করতে যাচ্ছেন তিনি, জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টের দল থেকে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

বছরের শুরুর দিকেও জিম্বাবুয়েতে সফরে গিয়েছিল আফগানিস্তান। সেবার হয়েছিল ৩টি টি-২০, সমানসংখ্যক ওয়ানডে ও ২টি টেস্ট। ১০ মাসের ব্যবধানে আবার জিম্বুয়েতে সফরে যাচ্ছে তারা। এবার হবে একটি টেস্ট ও ৩টি টি-২০। টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে থাকলেও রশিদ থাকবেন না টেস্ট সিরিজে। তাকে বাদ দিয়েই দল ঘোষণা করেছে এসিবি।


এসিবি জানিয়েছে, রশিদকে টেস্ট দলে নেওয়া হয়নি ‘আসন্ন আন্তর্জাতিক ইভেন্টের জন্য তার সুস্থতা এবং টেকসই পারফরম্যান্সকে অগ্রাধিকার দেওয়ার জন্য’। দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার শরাফুদ্দিন আশরাফ, লেগ স্পিনার খলিল গুরবাজ ও ডানহাতি পেসার জিয়াউর রহমান। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে তারা আলো ছড়িয়েছেন।


সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে, এরপর তিন টি-২০। টেস্টটি মাঠে গড়াবে ২০ অক্টোবর। টি-২০ ম্যাচগুলো যথাক্রমে ২৯ অক্টোবর, ৩১ অক্টোবর ও ২ নভেম্বর। ১০ মাস আগের তিন ফরম্যাটের সিরিজের সব কটিই আফগানিস্তান জিতেছিল; টি-২০ সিরিজটি ২-১, ওয়ানডে সিরিজটি ২-০ ও টেস্ট সিরিজটি ১-০ ব্যবধোনে।


আরও পড়ুন: বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে দুই আফগান


টেস্ট স্কোয়াড

হাশমতউল্লাহ শহিদি, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, আফসার জাজাই, ইকরাম আলীখিল, বহির শাহ, শহিদুল্লাহ, ইসমত আলম, শরাফুদ্দিন আশরাফ, জিয়াউর রহমান, ইয়ামিন আহমদজাই, জিয়া উর রহমান শরিফ, খলিল গুরবাজ ও বশির আহমেদ।


টি-২০ স্কোয়াড

রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, ডারউইশ রাসুলী, শহিদুল্লাহ, ইজাজ আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফুদ্দিন আশরাফ, নুর আহমেদ, মুজিব উর রহমান, বশির আহমেদ, ফরিদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই।

]]>
সম্পূর্ণ পড়ুন