জেনে নিন রমজান মাসে কোন সময় থাইরয়েডের ওষুধ খেতে হবে।
থাইরয়েডের ওষুধ খাওয়ার সময়সূচি (রোজার সময়)-
সেহরির আগে (ফজরের ৩০-৬০ মিনিট আগে): পানি দিয়ে খেয়ে নিন, এরপর সেহরি করুন। খাবারের সাথে খেলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে, তাই সেহরির আগেই খাওয়াই উত্তম।
আরও পড়ুন: ফ্যাটি লিভার প্রতিরোধের সহজ ৩ উপায়
যদি সেহরির আগে না খেতে পারেন-
ইফতারের ৩-৪ ঘণ্টা পরে, যখন পেট খালি থাকবে। তবে এ সময় খেলে আবার সকালে সেহরির আগে খাওয়া যাবে না।
প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনার ওষুধের ডোজ ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে সময়সূচি সামান্য পরিবর্তন হতে পারে।