রংপুরে ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় নিভল তুলার কারখানার আগুন

৩ সপ্তাহ আগে
রংপুর নগরীর সাতমাথা এলাকায় একটি তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

‎শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর সাতমাথা এলাকার চায়না হলের পাশে তাসনিয়া তুলা কারখানায় এ আগুনের সূত্রপাত ঘটে।


‎প্রত্যক্ষদর্শী মকবুল হোসেন বলেন, ‘বেলা ২টা ১০ এর দিকে ভারি বৃষ্টি ও বজ্রপাতে সময় নগরীর চায়না হলের পাশে তাসনিয়া তুলার কারখানায় আগুন লেগে যায়। বিজলিপড়ার সঙ্গে সঙ্গে বোমার মতো জোরে শব্দ হয়। এরপর সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করি। পরে স্থানীয়রা মিলে ফায়ার সার্ভিসকে ফোন দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ ঘণ্টা পর এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের প্রকোপ বাড়ায় পাশের হারাগাছ ফায়ার সার্ভিস স্টেশনের আরও একটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। কারখানাটিতে থাকা আনুমানিক অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

‎আরও পড়ুন: রংপুর স্টেডিয়ামের নতুন নাম ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’

তবে, তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও কারণ জানানোর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।


এ বিষয়ে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী যোদ্দার বলেন, 
‎‘আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ২টি ইউনিট ঘটনাস্থলে আসি। এসেই অগ্নি নেভানোর কাজ শুরু করি। কিন্তু আগুনের প্রকোপ বাড়ায় পাশের হারাগাছ ফায়ার সার্ভিস স্টেশনের আরও একটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনি। সব মিলে দেড় ঘণ্টার ভিতরে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। এখন ডেরমিং কাজ চলছে। কারখানা মালিকের সহযোগিতা চেয়েছি। ওনারদের লোক দিয়ে পুরো তুলা সরিয়ে একদম শেষ পর্যন্ত পানি দিয়ে কাজ সমাপ্ত করা হবে। এখন পর্যাপ্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

]]>
সম্পূর্ণ পড়ুন