যোগ করা সময়ের গোলে লিড হারিয়ে বিরতিতে বাংলাদেশ

১ দিন আগে
প্রথমার্ধের প্রায় পুরোটা সময়েই আধিপত্য ছিল বাংলাদেশের। হামজা দেওয়ান চৌধুরীর ফ্রি-কিক জাদুতে শুরুতে লিডও পেয়েছিল লাল সবুজরা। কিন্তু যোগ করা সময়ের শেষদিকে রক্ষণের ভুলে গোল হজম করে লিড হারাল হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯ অক্টোবর) এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে গেল দুদল।

 

শক্তিমত্তায় বাংলাদেশের তুলনায় বেশ এগিয়ে হংকং। র‌্যাঙ্কিংয়ে দুদলের পার্থক্য ৩৭ ধাপের। তার উপর তৃতীয় রাউন্ডে খেলা দুই ম্যাচে হারেনি দলটি। বাংলাদেশের বিপক্ষে তাই বড় আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল তারা।

 

তবে তাদের সে আত্মবিশ্বাস ম্যাচের ১৩তম মিনিটেই চুরমার করে দেন হামজা। ফাউল থেকে ১২তম মিনিটে ফ্রি-কিক পেয়েছিল বাংলাদেশ। ডি বক্সের বাঁ-প্রান্ত থেকে সেই ফ্রি-কিকে কোণাকোণির শটে সরাসরি বল জালে জড়ান ইংল্যান্ডের লিগে খেলা এই ফুটবলার। হংকং গোলরক্ষক লাফিয়ে উঠেও সেই বল ঠেকাতে পারেননি। উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি ভর্তি জাতীয় স্টেডিয়াম।

 

আরও পড়ুন: হংকংয়ের বিপক্ষে কেন জিততেই হবে বাংলাদেশকে?

 

বাংলাদেশের জার্সিতে ৪ ম্যাচে হাজমার এটা দ্বিতীয় গোল। ভারতের বিপক্ষে অভিষেকে গোল পাননি তিনি। কিন্তু ভুটানের বিপক্ষে পরের ম্যাচেই ২-০ গোলের জয়ে জাল খুঁজে পান তিনি। সিঙ্গাপুরের বিপক্ষে থাকেন গোলশূন্য, পরের দুই ম্যাচ খেলতে হামজা আর দেশে আসেননি।

 

এদিকে বল দখলে শুরু থেকে আধিপত্য দেখালেও ফিনিশিংয়ের ‍দুর্বলতা বারবার ভুগিয়েছে বাংলাদেশকে। প্রতিপক্ষের রক্ষণে বারবার হানা দিয়েও গোল আদায় করতে ব্যর্থ হয়েছে কাবরেরার শিষ্যরা।

 

অন্যদিকে পাল্টা আক্রমণে কয়েকবার বাংলাদেশের রক্ষণে হানা দিলেও সুবিধা করতে পারছিল না হংকং। শেষমেশ যোগ করা সময়ে গিয়ে সফল হয় তারা। তাও লাল সবুজদের রক্ষণের ভুলে সুযোগটি পেয়ে যায় তারা।

 

আরও পড়ুন: শুধু হামজা নয়, হংকং কোচের পরিকল্পনায় পুরো দল

 

যোগ করা চতুর্থ মিনিটের শেষ দিকে কর্নার পেয়েছিল হংকং। তাদের নেয়া ক্রস জটলার মধ্যে ক্লিয়ার করতে গিয়ে উল্টো ছয় গজ দূরত্বে পাঠিয়ে দেন বাংলাদেশি ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। অরক্ষিত অবস্থায় বল পেয়ে যান এভারটন কামারগো। আলতো ছোঁয়ায় বল জালে জড়িয়ে জাতীয় স্টেডিয়ামকে স্তব্ধ করে দেন তিনি। তাতে সমতায় শেষ হয় প্রথমার্ধ।

 

শুরুর একাদশে ছিলেন না শমিত সোম, জামাল ভূঁইয়া ও তপু বর্মন। বিরতির পর তারা হামজাকে সঙ্গ দিয়ে দলকে এগিয়ে দিতে পারেন কিনা, সেটাই এখন দেখার পালা।

]]>
সম্পূর্ণ পড়ুন