সোমবার (২৮ জুলাই) গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে দেবীনগর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় রফিকুলের বাড়ি থেকে দুটি ওয়ান শুটারগান, দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান শেষে আটক রফিকুলকে শৈলকুপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: লালপুরে পদ্মার চরে আবারও অস্ত্রের মহড়া, এলোপাথাড়ি গুলি বর্ষণ
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।