রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল সিলেট নগরীর বাগাবড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
কয়ছর আহমদ বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহর ছেলে।
আরও পড়ুন: চাহিদা অনুযায়ী মিলছে না টিকিট, ভোগান্তিতে সিলেটবাসীর ট্রেনযাত্রা
পুলিশ জানায়, মধ্যরাতে গ্রেফতারের পর কয়ছর আহমদকে থানায় রাখা হয়। সোমবার (৬ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদের বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সেই প্রেক্ষিতে পুলিশ রাতে নগরীর বাগাবড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করে।
আরও পড়ুন: সিলেট নগরের নিরাপত্তায় চালু হলো ‘জিনিয়া অ্যাপ’
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।