যশোরে ৫ স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

১ দিন আগে
যশোরে পাঁচটি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার হামিদপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন: রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার শুভগ্রাম এলাকার নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।

 

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল হামিদপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি বাস থামিয়ে আব্দুল হালিম ও শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের বাজারমূল্য এক কোটি ২২ লাখ ২৫ হাজার ৬৭২ টাকা।

 

আরও পড়ুন: ঢাকা-যশোর ট্রেনে বিমান ও গৃহায়ণ কর্মকর্তাদের বাকবিতণ্ডা, দেখে নেয়ার হুমকি

 

তিনি আরও জানান, আটকদের একজন ঢাকা থেকে নাভারন এবং অন্যজন ঢাকা থেকে কাজীরহাট হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণ বহন করছিল। তারা স্বীকার করেছে, ঢাকার যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করা হয়েছিল। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন