বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার নওয়াপাড়া ড্রাইভারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটক অন্যরা হলেন ড্রাইভারপাড়ার নেছার উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন, বুইকরা গ্রামের হুরাইরা এবং কলাগাছি গ্রামের মিন্টু।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল হক ভূঁইয়া জানান, নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হৃদয় খান একাধিক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির মুরগির খোপ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: যশোর-কালীগঞ্জ-চুয়াডাঙ্গায় ৫ দিন ধরে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগ
হৃদয়ের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তারা সবাই নওয়াপাড়া পৌর কৃষকদল নেতা তরিকুল ইসলাম হত্যা মামলার সন্দেহভাজন বলে জানায় ডিবি।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
]]>