যশোরে এনসিপির ব্লকেড কর্মসূচি পালন

৩ সপ্তাহ আগে
যশোর চাঁচড়া মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় এ কর্মসূচি পালন করছেন তারা।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে চাঁচড়া চৌরাস্ত মোড়ে সড়কের ওপরে দাঁড়িয়ে প্রায় পৌনে এক ঘণ্টা এ কর্মসূচি পালন করেন। যশোর-খুলনা, যশোর-ঝিনাইদহ ও যশোর-সাতক্ষীরা মহাসড়কের সংযোগ স্থল চাঁচড়ার মোড় হওয়াতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।


এসময় বক্তরা, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মী ও তাদের বহরে হামলার ঘটনায় দ্রুত গ্রেফতারের দাবি জানান।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ বলেন, ‘স্বৈরাচারী শাসন থেকে মুক্তির জন্য ছাত্র-জনতা দীর্ঘদিন ধরে লড়াই করেছে। বহু প্রাণ গেছে, আহত হয়েছে হাজার হাজার মানুষ। তার পরেও আবারও আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা দেশটাকে অস্থিতিশীল করতে চাইছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী ও তাদের দালালেরা আর এ দেশে রাজনীতি করতে পারবে না। আজ এই ‘ব্লকেড’ কর্মসূচি আমাদের পরিস্থিতি এখানেই এনেছে। আমরা বলতে চাই, এই প্রশাসের দুর্বলতাকে পুঁজি করে ফ্যাসিস আওয়ামী লীগ আবারও প্রকােশ্যে আসছে চাইছে। তাদের সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে। তাদের হুঁশিয়ারি করতে চাই, প্রশাসন দুর্বল হলেও দেশে হাজার হাজার ছাত্রজনতা আবারও তাদের জবাব দিতে প্রস্তুত রয়েছে।’ 


এসময় সংগঠনটির জেলা সংগঠক মনিরুজ্জামান আজাদ, নুরুজ্জামান বক্তব্য রাখেন।

]]>
সম্পূর্ণ পড়ুন