যমুনা অভিমুখে আন্দোলনকারীদের ওপর জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৩ সপ্তাহ আগে
জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করা বেসরকারি প্রাথমিক শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যমুন অভিমুখে যাত্রা শুরু করেন আন্দোলনকারীরা।

 

হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে এলে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে শিক্ষকরা পিছিয়ে আবার প্রেস ক্লাবের সামনে চলে যান।

 

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবি

 

এর আগে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ’-এর ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় হাজারখানেক শিক্ষক এই বিক্ষোভে অংশ নেন।

 

আরও পড়ুন: তিতুমীরের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

 

বিক্ষোভকারীদের দাবি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী জাতীয়করণ বঞ্চিত অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণ করতে হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন