ময়মনসিংহে ছেলের হাতে প্রাণ গেল বাবা-মায়ের, ঘরে মাটিচাপা দিলেন লাশ!

১৮ ঘন্টা আগে
মাকে শ্বাসরোধে আর বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, এরপর মরদেহ দুটি শোবার ঘরে বিছানার পাশে মাটিচাপ দেয় ছেলে। এমনই নৃশংস ঘটনা ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর বাঁশকুড়ি গ্রামে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে মাটি খুঁড়ে মোহাম্মদ আলী (৭০) এবং তার স্ত্রী রানোয়ারা বেগমের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


স্বজনরা জানান, বুধবার থেকে খোঁজ মিলছিল না বৃদ্ধা বানুয়ারা বেগমের। পরে বৃহস্পতিবার সকাল থেকে হদিস মিলছিল না তার স্বামী কৃষক মোহাম্মদ আলীরও। বাবা-মায়ের খুঁজে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে জরিনা খাতুন বাড়িতে এসে বিছানায় রক্তমাখা চাদর দেখতে পান। ভাই রাজুকে সন্দেহ হওয়ায় খবর দেয়া হয় পুলিশকে। পরে রাজুকে আটক করে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যার ঘটনা। এরপর ছেলের দেখানো মতে বসতঘরে মাটি খুঁড়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। এসময় স্বজনদের আহাজারি ভারি হয়ে উঠে পরিবেশ।

আরও পড়ুন: ময়মনসিংহে ডোবায় অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

জরিনা বেগম বলেন, বাড়ি এসে ঘরের ভেতরের আসবাবপত্র এলোমেলো দেখে এবং খাটের ওপরে থাকা সবকিছু ভেজা কেন জানতে চাইলে রাজু জানায় পানি পড়েছে বিছানায়। পরে ঘরে থাকা ট্রাংকের নিচে রক্ত ও বালুমাখা জিনিস দেখে সন্দেহ আরও গভীর হয়। একপর্যায়ে ট্রাংকের নিচের বালু সরালে মা-বাবার হাত দেখা যায়। এ সময় চিৎকারে আশপাশের লোকজন এসে রাজুকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।


স্থানীয়রা জানায়, অনলাইন জুয়ায় আসক্ত ছিল রাজু। মাঝেমধ্যেই টাকা চাওয়া নিয়ে বাবা-মা'র সাথে রাগারাগি করতো সে। এদিকে হত্যার খবর ছড়িয়ে পড়লে আশেপাশের উৎসুক জনতা ভীড় করে বাড়ির সামনে। এমন নৃশংস ঘটনার দৃষ্টান্ত শাস্তির দাবি করেন তারা।


পুলিশ জানায়, কিছুদিন ধরে ব্যবসার জন্য বাবা-মায়ের কাছে টাকা চাইছিল রাজু। কিন্তু তারা দিয়ে অস্বীকৃতি জানায়। এতে ক্ষোভে বুধবার বেলা ১১ টার দিকে মাকে শ্বাসরোধে ও রাতে বাবাকে কুপিয়ে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে বসতঘরে গর্ত করে মাটিচাপা দেয় ছেলে রাজু।

আরও পড়ুন: রাতে গেট খোলা নিয়ে বাগ্‌বিতণ্ডা, স্ত্রীর বড় ভাইয়ের হাতে ভগ্নিপতি খুন

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহম্মেদ বলেন, ঘাতক ছেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন- তার মনে শান্তি নাই। বিগত কয়েক বছর আগে বিয়ে করেছেন, স্ত্রী ছাড়াও তার একটি মেয়ে সন্তান আছে। আগে তিনি একটি কোম্পানিতে চাকরি করতেন। কিন্তু বর্তমানে তার কোনো কর্ম নেই। তাই কিছুদিন ধরে তিনি ব্যবসার জন্য বাবা-মায়ের কাছে টাকা চাইছিলেন। কিন্তু বাবা-মা টাকা দিতে রাজি না হওয়ায় তিনি রাগে ক্ষোভে এ ঘটনা ঘটিয়েছেন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন