নিহত জামাল উদ্দিন বানিহালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নলচাপড়া গ্রামের বাসিন্দা ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
থানা ও পরিবার সূত্রে জানা যায়, জামাল উদ্দিনের মেয়ে স্থানীয় নলচাপড়া মাদরাসায় লেখাপড়া করতেন। প্রতিদিনের মতো রোববার রাতে তিনি মেয়েকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। পরে তাকে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন নলচাপড়া গ্রামের ইছমাঈলের ছেলে কছিম উদ্দিন (৫৫) এবং মিরাশ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।
আরও পড়ুন: ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা
স্থানীয়রা জানান, মাদরাসার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ইউপি সদস্য জামাল উদ্দিনের সঙ্গে কয়েকজন প্রতিবেশীর। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত জামাল উদ্দিন সরাসরি কোনো রাজনৈতিক পদে না থাকলেও আওয়ামী লীগের সমর্থক ছিলেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জেরেই ইউপি সদস্য জামাল উদ্দিনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
]]>