ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধের ঘোষণা

২ সপ্তাহ আগে
বৃষ্টির মাঝেও এক দফা দাবিতে রাজপথে নেমেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) গঠনের দাবিতে মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা। আন্দোলনের অংশ হিসেবে বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রযুক্তি ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা বাতিলেরও দাবি জানান। তাদের দাবি, স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে বিআইটি গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


জানা গেছে, চলতি বছরের ১৮ মে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার আত্মহত্যা করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, চলমান অ্যাকাডেমিক কম্বাইন্ড সিস্টেমের চাপ ও অনিশ্চয়তা তাকে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে।


এরই ধারাবাহিকতায় ২০ মে থেকে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন। ঈদের পর ১৪ জুন কলেজ খুললেও শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করেননি। ২৪ জুন থেকে তারা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন। দাবি পূরণ না হওয়ায় গত ৫ জুলাই থেকে আন্দোলনের নতুন ধাপে প্রবেশ করে বিআইটি গঠনের দাবিতে কর্মসূচি শুরু করেন তারা।


আরও পড়ুন: ছয় দফা দাবিতে ময়মনসিংহে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি


মঙ্গলবারের বিক্ষোভে শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে মিছিল বের করে কলেজ সংলগ্ন ময়মনসিংহ-টাঙ্গাইল এবং রহমতপুর-দিঘারকান্দা বাইপাস সড়ক প্রদক্ষিণ করে। এরপর কলেজের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, 'দুই মাস ধরে আন্দোলন করেও প্রশাসন আমাদের দাবির প্রতি কোনো সাড়া দিচ্ছে না। বাধ্য হয়েই আমরা বুধবার থেকে রহমতপুর বাইপাস মোড় সম্পূর্ণভাবে অবরোধ করব। কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এলাকাবাসী আমাদের এই ন্যায্য দাবির আন্দোলনে পাশে থাকবেন বলে আমরা আশাবাদী।'

]]>
সম্পূর্ণ পড়ুন