মৌলিক সংস্কার হতে পারে কেবল গণপরিষদ ভোটে: আখতার হোসেন

৩ সপ্তাহ আগে
মৌলিক সংস্কার হতে পারে কেবল গণপরিষদ ভোটে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ টেকসই করতে হবে-এ কথা জানিয়ে তিনি টেকসই বাস্তবায়নে সকল রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার আহ্বান জানান।

 

ঐকমত্য কমিশনের মেয়াদ আগামীকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) শেষ হচ্ছে কিন্তু সকল কাজ সম্পন্ন করতে সময় দরকার। এজন্য মেয়াদ বাড়ানোর দাবিও জানান এনসিপির এ নেতা।

 

আখতার হোসেন বলেন, সংবিধান সম্পর্কিত বিষয় অনিশ্চয়তার মধ্যে রাখলে বাস্তবায়ন করা সম্ভব হবে না। এতোদিনের আলোচনা আইনি ভিত্তি দিতে হবে। সনদের নাম জুলাই সনদই হতে হবে, জাতীয় সনদ নয়।

 

৮৪টি বিষয়ের মধ্যেই ৪৩টি সংবিধানের সাথে সম্পর্কিত-এ বিষয়ে সমাধান করতে হবে এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, অর্ধশতক পরে পাওয়া এ সুযোগ কাজে লাগাতে হবে। সংস্কার অসমাপ্ত রেখে ফ্যাসিবাদী কাঠামোর দিকে যেতে পারি না।

 

মৌলিক সংস্কার হতে পারে কেবল গণপরিষদ ভোটে এবং গণপরিষদের মধ্যেই বাস্তবায়ন সম্ভব। অন্য বিষয়েও আলোচনার দ্বার খোলা আর ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন বলেও জানান আখতার হোসেন।

 

এদিকে আজকে  জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় মূল বক্তব্যগুলো ছিল-সব দল জুলাই সনদ চাইলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ভিন্নমত রয়েছে। ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপি নেতারা বলেন, আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধন হতে পারে না। কোনো কিছু চাপিয়ে না দিয়ে আলোচনার মধ্য দিয়ে গ্রহণযোগ্য সমাধানের আহ্বান নেতাদের। আর জামায়াত বলছে, জুলাই সনদের আইনি ভিত্তির পরই নির্বাচন করতে হবে। আর এনসিপি বলছে, মৌলিক সংস্কার হতে পারে কেবল গণপরিষদ ভোটে। কোনো কারণে যেন নির্বাচন ভণ্ডুল না হয়, সরকারকে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বাম দলগুলোর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচার তৈরির পথ বন্ধে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে বলেও আশা করেন ড. ইউনূস।
 

]]>
সম্পূর্ণ পড়ুন