মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না: গোলাম পরওয়ার

১ সপ্তাহে আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের মালতিয়া গ্রামের ধানের চাতালে ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে এবং আগামী ডিসেম্বর মাসে সম্ভাব্য তফসিল ঘোষণা করবে। জামায়াত নির্বাচনমুখী দল হিসেবে নির্বাচনে অংশ নেবে, তবে সংস্কার ছাড়া কোনো নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।

 

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, গত ১৬ বছর জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছিল।

 

আরও পড়ুন: জুলাই ঘোষণাপত্রে নির্দিষ্ট দলের চেতনা প্রকাশ পেয়েছে বলে গুঞ্জন উঠেছে: গোলাম পরওয়ার

 

তিনি দাবি করেন, বিএনপি-জামায়াতের আন্দোলনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয়েছে। নতুন বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আসবে, ইনসাফপূর্ণ অর্থনীতি ও সঠিক বিচারব্যবস্থা গড়ে উঠবে।

 

জুলাই সনদের সমালোচনা করে তিনি বলেন, এতে দেশভাগ, আলেম-উলামাদের অবদান ও হেফাজতের আত্মদানের বিষয়টি উপেক্ষা করা হয়েছে।

 

তিনি দাবি করেন, নির্বাচনের আগেই সঠিকভাবে ইতিহাস তুলে ধরতে হবে।

 

আগামী নির্বাচনে জনগণ তাকে নির্বাচিত করলে অসমাপ্ত উন্নয়নমূলক কাজ শেষ করবেন বলে প্রতিশ্রুতি দেন জামায়াতের এই নেতা।

 

আরও পড়ুন: নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা জানালেন গোলাম পরওয়ার

 

দিনব্যাপী ডুমুরিয়ার রোস্তমপুর, গঞ্জেরহাট, কাঠালতলা, নূরানিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসা ও চুকনগরের বিভিন্ন স্থানে তিনি একাধিক সমাবেশে বক্তব্য দেন তিনি। এছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেনসহ জামায়াত, ছাত্রশিবির ও স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মীরা।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন