মৌলভীবাজার শহরে স্থায়ী বাস টার্মিনাল নেই

৩ সপ্তাহ আগে
দূরপাল্লার যানবাহন চলাচলের জন্য মৌলভীবাজার জেলা শহরে আজও স্থায়ী কোনো বাসটার্মিনাল গড়ে ওঠেনি। এতে মূল সড়কের ওপর যেখানে সেখানে সব ধরনের গাড়ির স্ট্যান্ড গড়ে উঠেছে। এতে শহরে চলাচলকারী লোকজন ছাড়াও সাধারণ যাত্রীরা হরহামেশাই দুর্ঘটনার শিকার হচ্ছেন। আর শহরজুড়ে দেখা দিচ্ছে যানজট।

তবে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন জানালেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। শহরে নেই কোনো বাসটার্মিনাল। যেখানে সেখানে রাখা হচ্ছে বাসট্রাকসহ ছোট বড় বিভিন্ন যানবাহন। আর এতে সৃষ্টি হচ্ছে, যানজট। চরম দুর্ভোগে শহরবাসী। এ চিত্র মৌলভীবাজার পর্যটন শহরের। 


স্থানীয়রা জানান, প্রতিদিন ৭০ থেকে ৮০টি দূরপাল্লার বাস জেলা শহর থেকে যাতায়াত করে। জেলার অভ্যন্তরে চলাচল করে চার শতাধিক বাস-মিনিবাস। এছাড়া বৈধ অবৈধ মিলিয়ে প্রায় ৩০ হাজার সিএনজি অটোরিকশা রয়েছে। একই সঙ্গে আছে কয়েক হাজার ট্রাক। আর স্থায়ী কোনো টার্মিনাল না থাকায় সড়কের পাশেই দাঁড় করিয়ে রাখা হয় দূরপাল্লার পরিবহন। এতে তীব্র যানজটে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে শহর। ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। 

আরও পড়ুন: শ্রীমঙ্গলের রাধানগর: পর্যটনের ছোঁয়ায় কৃষি গ্রাম থেকে পর্যটন পল্লীতে রূপান্তর

মাহমুদ নামে এক পৌরনাগরিক বলেন, সড়কে গাড়ি দাঁড় করিয়ে রাখাতে যানজটের পাশাপাশি বাচ্চাদের সঠিক সময়ে স্কুলে নিয়ে আসা করতে বেকায়দায় পড়তে হচ্ছে। সোহেল নামের অন্য আরেক ব্যক্তির অভিযোগ দূরপাল্লার বাস তো রাস্তায় রয়েছে ঠিকই। তবে যেখানে সেখানে গড়ে ওঠা সিএনজি অটোরিকশার স্ট্যান্ড শহরের পরিবেশ পুরোটাই নষ্ট করেছে।   


এদিকে মৌলভীবাজার জেলা ট্রাক ট্যাংকলরী, পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বাচ্চু খান জানালেন, টার্মিনালের অভাবে শহরজুড়ে যানজট বিশৃঙ্খলা। শহরের ট্রাফিক শৃঙ্খলা ফিরাতে শিগগিরই বাসটার্মিনাল নির্মাণের দাবি জানান। আর মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন এ জেলা শহরে  টার্মিনাল নির্মাণ বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে জানানোর কথা বললেন।


মৌলভীবাজার পৌরসভার ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন