সোমবার (৬ অক্টোবর) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: খুশি ওরফে খুকি (৩০), অমিত (২৫), সাগর (৩০), ইসমাইল হোসেন মালেক (৪০), মোহাম্মদ আলী (৩২), আওয়াল ব্যাপারী (৪২), মিশাল (১৮), ফয়সাল (১৮), রায়হান (২২), ইমরান (২৬), মামুন (২৫), রাব্বি (২৫), নাইম মোল্লা (২৩) ও মঞ্জিল শরীফ অপু (২৩)।
এ সময় তাদের কাছ থেকে অপরাধ সংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৪টি অটোরিকশার ব্যাটারি, ১০০ পুরিয়া হেরোইন, ৩০ গ্রাম গাঁজা ও ১৮ পিস ইয়াবা ট্যাবলেট।
আরও পড়ুন: সেনা অভিযানে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেফতার
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছেন।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।