মোহামেডানের ড্রয়ের দিনে হারলো আবাহনী

২ সপ্তাহ আগে
২২ দিন বিরতির পর রোববার (১৯ অক্টোবর) মাঠে ফিরেছে বাংলাদেশ ফুটবল লিগ। দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ পুলিশ। দিনের আরেক ম্যাচে আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

প্রথম রাউন্ডেও কাঙ্ক্ষিত ফল পায়নি বাংলাদেশের ঐতিহ্যবাহী এই দুই দল। ফর্টিস এফসির কাছে ২-০ গোলে হেরেছিল মোহামেডান। আর রহমতগঞ্জের ঙ্গে ড্র করেছিল আবাহনী লিমিটেড। অর্থাৎ প্রথম দুই রাউন্ড শেষে দুই দলেরই পয়েন্ট সমান ১ করে। 

 

আরও পড়ুন: টানা পাঁচ ড্রয়ের পর এবার হেরেই গেলো জুভেন্টাস

 

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশের বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় মোহামেডান। ১৯ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন রহিম উদ্দিন। ৪৯ মিনিটে পুলিশকে সমতায় ফেরান শেখ বাবলু। 

 

No description available.বাংলাদেশ পুলিশের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান। ছবি: বাফুফে

 

দিনের আরেক ম্যাচে কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরুতেই গোল হজম করে আবাহনী। ম্যাচের চতুর্থ মিনিটে নেপালের ফরোয়ার্ড অঞ্জন বিস্তা লিড এনে দেন ব্রাদার্স ইউনিয়নকে। 

 

আরও পড়ুন: লাল কার্ড দেখার পর নিজেকে নির্দোষ দাবি করলেন বার্সা কোচ

 

এরপর ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস গানেস সিলভা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে ব্যবধান কমান আবাহনীর ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে আবাহনী। 

 

অন্যদিকে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেনসকে ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। দুই ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট হলো ৪। অন্যদিকে দুই ম্যাচে পুলিশের পয়েন্টও ৪।

]]>
সম্পূর্ণ পড়ুন