মোহনগঞ্জে মুদি ব্যবসায়ীকে জবাই করে হত্যা, এলাকাজুড়ে চাঞ্চল্য

৩ দিন আগে
নেত্রকোনার মোহনগঞ্জে নিজ দোকানে নারায়ণ চন্দ্র (৪২) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (৬ অক্টোবর) রাত প্রায় ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার বসুন্ধরা মোড়ে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তি বসুন্ধরা মোড়ে মুদি দোকান পরিচালনা করতেন।

 

দীর্ঘ সময় দোকানে কেউ ঢুকছে বা বের হচ্ছে না দেখে খোঁজ নিলে দোকানের ভেতরে নারায়ণকে জবাই করা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 

আরও পড়ুন: পরিবারের সঙ্গে ঝগড়ার জেরে গলা কেটে মেয়েকে পুকুরে ফেলে দিল বাবা!

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোকানের ভেতরেই নারায়ণের রক্তাক্ত লাশ পড়ে ছিল। তবে কে বা কেন এই হত্যাকাণ্ড করেছে, তা এখনো কেউ বলতে পারছে না।

 

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র এডিশনাল এসপি হাফিজুল ইসলাম ঘটনাস্থলে পুলিশ থাকার কথা নিশ্চিত করে বলেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

 

এদিকে, থানার অদূরে এবং জনবহুল মোড়ে এমন হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন