মঙ্গলবার (৮ জুলাই) সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মোংলা পৌর মার্কেট চত্বরে ‘আমরা মোংলাবাসী’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মোংলা সমুদ্রবন্দর, ইপিজেড, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও সুন্দরবনের পাশে হওয়ায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অথচ এখান থেকে ঢাকার সঙ্গে সরাসরি কোনো আন্তঃনগর রেল সংযোগ নেই।
তারা বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্য, শিল্পায়ন এবং পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু এখন সময়ের দাবি। দ্রুত রেল সংযোগ চালুর আহ্বান জানান বক্তারা।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ, মোংলা বন্দরে পণ্য খালাসে ব্যাঘাত
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এতে অংশ নেন মোংলার জনপ্রতিনিধি, বন্দর ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। কর্মসূচির সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি ও পরিবেশকর্মী মো. নূর আলম শেখ।
প্রধান অতিথি ছিলেন মোংলা বন্দর ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বিএনপি নেতা মো. জুলফিকার আলী।
এ ছাড়া বক্তব্য রাখেন মোংলা বণিক সমিতির সভাপতি মো. হাবিব মাস্টার, প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব হাসান, সাবেক কাউন্সিলর আ. কাদের, পর্যটন ব্যবসায়ী মো. আনিসুর রহমান, ট্যুর অপারেটর এমাদুল হাওলাদার, মাঝিমাল্লা ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
]]>