মেয়ে আইসিউতে, জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে পরীমণি

৪ ঘন্টা আগে
গত ১০ আগস্ট ছিল পরীমণির ছেলের জন্মদিন। এরপর থেকেই ফেসবুকে অভিনেত্রী অসুস্থতার খবর দিচ্ছেন একের পর এক। প্রথমে ছেলে পদ্ম জ্বরে ভুগছিল। এরপর পরীমণি জ্বরে আক্রান্ত হন। এবার তিনি জানালেন তার বাসার সবাই অসুস্থ।

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি জানালেন শারীরিকভাবে অসুস্থ থাকায় তার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে আইসিউতে রাখা হয়েছে।


তিনজনই বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

আরও পড়ুন: কী হয়েছে পরীমণির বাসার সবার?


সোমবার ১৮ (আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণি নিজেই। এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট।

 

আরও পড়ুন: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরীমণি ও তার ছেলে


প্রসঙ্গত, গত মাসেই বিমান দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য দেখে প্যানিক অ্যাটাকের শিকার হন পরীমণি। ভর্তি হন হাসপাতালে। সেই ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার পর আবারও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী।

]]>
সম্পূর্ণ পড়ুন